সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বেতিল স্কুল এন্ড কলেজে এইচএসসির ফলাফলে সাফল্য অর্জন করেছে। এবছর বেতিল কলেজ থেকে ৩৭৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। পাসের হার ৯৯.২০। ২৭ জন জিপিএ ৫ পেয়েছে। এছাড়া ৩৭১ জন সাফল্যের সাথে কৃতকার্য হয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই চৌহালী উপজেলাধীন এনায়েতপুর থানার বেতিল স্কুল এন্ড কলেজ ধারাবাহিক ভাবে অন্যান্য পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থান ধরে রেখেছে।
এছাড়া প্রত্যাশিত ফলাফল অর্জন করে আসছে। ভালো ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারার কারণ হিসেবে বেতিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান জোয়ার্দ্দার বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই একটা লক্ষ্য নির্ধারণ করে আমরা নিরলসভাবে কাজ করি। একটা সুন্দর পাঠপরিকল্পনার মাধ্যমে আমাদের স্বপ্নকে বাস্তবে রূপায়ন করি। এই সাফল্য যাত্রায় বেতিল স্কুল এন্ড কলেজের দক্ষ ম্যানেজিং কমিটি, শিক্ষক,
শিক্ষার্থী এবং প্রত্যেক অভিভাবক অক্লান্ত পরিশ্রম করে থাকেন।
এবিষয়ে বেতিল স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মানবিক শিল্পপতি আলহাজ্ব শেখ আব্দুস ছালাম জানান, যমুনার চরাঞ্চলের অনেক শিক্ষার্থী এই
কলেজে পড়তে আসে। যাদের অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ থাকে না কিন্তু এইচএসসিতে তারাও জিপিএ-৫ অর্জন করে। এটি এই কলেজের অন্যতম বৈশিষ্ট্য।
তিনি আরও বলেন, বেতিল স্কুল এন্ড কলেজে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের প্রথম দিন থেকেই নিয়মিত পড়াশুনার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করা হয় যাতে
তারা সুশিক্ষা গ্রহণ করে মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
এছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অংশদারী দক্ষ মানুষ হতে পারে।