আসন্ন ইন্দুরকানীর ৫নং চন্ডিপুর ইউপি নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে তৃণমুল আ.লীগের সমর্থনে দলীয় প্রার্থী বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। রবিবার (২ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে উপজেলা ও স্থানীয় আ.লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মিদের প্রত্যক্ষ উপস্থিতিতে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সিদ্ধান্তক্রমে ওয়ার্ড আ.লীগের সভাপতি-সম্পাদকের গোপন ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় চন্ডিপুর ইউনিয়ন আ.লীগের দুজন সভাপতি-সম্পাদক ও ৯টি ওয়ার্ডের আ.লীগের ১৮ জন সভাপতি-সম্পাদক সহ মোট ২১ জন ভোট প্রদান করেন।
এতে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী চন্ডিপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান স্বপন মাঝী ১১ ভোট, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ আবুল কালাম আজাদ ইমরান ৫ ভোট, যুবলীগ নেতা জিয়াউল হাচান রনি ৪ ভোট এবং আ.লীগ সদস্য মাহাবুবুর রহমান মঞ্জু হাওলাদার ১ ভোট পান।
সোমবার (৩ জানুয়ারী) তৃণমুল আ.লীগের মতামত অনুয়ায়ী সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা জেলার নেতৃবৃন্দের কাছে পাঠাবে উপজেলা আ.লীগ। এরপর জেলা আ.লীগের সুপারিশ ক্রমে এ তালিকা আ.লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হবে। আগামী 5 জানুয়ারির মধ্যে দলীয় মনোনয়ন চুড়ান্ত হওয়ার কথা রয়েছে।
উক্ত প্রার্থী বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড এম মতিউর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সেলিম, উপজেলা ভাইস-চেয়ারম্যান রুহুল আমীন বাগা,উপজেলা আ.লীগের সহ-সভাপতি মাহামুদুল হক দুলাল,আব্দুল মজিদ বিকম, যুগ্ন-সাধারন সম্পাদক মনিরুজ্জামান শিকদার,সাইদুর রহমান সাঈদ, প্রচার সম্পাদক মোস্তফা কামাল হাওলাদার, চন্ডিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, ১নং পাড়েরহাট ইউপি চেয়ারম্যান মো: কামরুজ্জামান শাওন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন সেপাই, যুগ্ন-সাধারন সম্পাদক মাসুদ রানা, সাংগঠিনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলু, এসএম মনিরুজ্জামান, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, ছাত্রলীগের সহ-সভাপতি রাহাত হোসেন গাজী প্রমুখ।
প্রসঙ্গত, তিনটি ধাপে এ উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউপির নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এতে দুটি ইউনিয়নে আ.লীগ এবং দুটিতে জেপি (মঞ্জু) মনোনীত প্রার্থী বিজয়ী হন।
এদিকে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ ফেব্রæয়ারী ৭ম ধাপে অনুষ্ঠিত হবে বাকি ৫নং চন্ডিপুর ইউনিয়নের ভোট গ্রহন। নতুন এ ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৩ হাজার ৬’শ ৮ ভোট।