আই এইচ আর সি বাংলাদেশ চ্যাপ্টারের ঊদ্যোগে ছিন্নমুল মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরের দিকে রাজধানীর সুপ্রীম কোর্ট মাজার প্রাঙ্গনে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ইন্ডিয়া (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
সংগঠনের চেয়ারম্যান আনন্দ মহল সরকারের নেতৃত্বে খাদ্য বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের জাজ ড. শাহজাহান সাজু।
সংগঠনের পক্ষ থেকে নির্যাতিত, অসহায় ও রাস্তার পাশে পড়ে থাকা ছিন্নমূল মানুষের জন্য কাজ করার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ টি এ গোলাম মাওলা চৌধুরী, আইন সম্পাদক সাগরিকা, মিডিয়া ও প্রেস সেক্রেটারি হাফিজুর রহমান মিলন ও পাবলিক ওয়েলফেয়ার সেক্রেটারি রাকিবুল হাসান প্রমুখ।