সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬০ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৬০৯ গ্রাম হেরোইনসহ ১ শীর্ষ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যেরা।
র্যাব জানায়, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল সলঙ্গা থানার সিআরবিসি এলাকার রুবাইয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৬০৯ গ্রাম হেরোইনসহ আলামিন হক (৩৮) নামের একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা মল্লিকপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলামিন হক। র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
টিপিএন২৪/ আর এইচ এইচ